দিনের শেষে-অরুনের লাল আভায়
সোনালী শোভায় -আলোকিত বরফ চূড়া
মনে হয় যেন স্বর্গীয় -ঠিকানা রয়েছে ওখানে
দূর পাহাড়- পর্বতেরই মাঝখানে।


জন মানবের দল- তাকিয়ে অপলক দৃষ্টিতে
চায় যে ওরা মোহময়ী- এই রূপ দেখে মন ভরাতে
হঠাৎ নামে তুষার বৃষ্টি- সঙ্গী ঝোড়ো হাওয়াকে নিয়ে
পাহাড়ের সোনালী রূপ -হারিয়ে গেল মেঘেদের মাঝখানে।
থর থর করে কেঁপে- মানুষেরা ফেরে নিজ নিজ আলয়ে
মনের আবিরে রেঙে- সোনালীর ছোঁয়া নিয়ে


যুগ যুগ ধরে অবিরত- চলছে এ নিয়ম
হয়েছে কখনো সখনো -ইহার ও ব্যতিক্রম
প্রতিনিয়ত মানুষেরা -ছুটে চলে কিসের নেশায়?
তা মানুষেরই -মনই কেবলই জানে।
--------------------------------------------