তোমার বলাতে কোনো দোষ হয় না
আমার বেলাতে যতোসব অলীক কল্পনা!
একদিন হোক কিংবা জীবনের ক্ষণিক সময়
আগুন আগুনই,নয় কোনো জোলোরঙ আলপনা।


ঝড় হলে ঢেউয়ের প্লাবন যে বইতে পারে--
এ ব্যাপার নিশ্চই তোমার অজানা নয়?
তাই বলে ঝরে যাওয়া সময়ের জন্য হারাকিরি
হৃদপিন্ডের দমকা মোচড়,ভাবতে কষ্ট হয়‌!


শুধু যাওয়া আসার খেলা ঘরে দাগ লেগে গেলো
অথচ সমঝোতা মধুমাস,উপাচারের অভাব কি ছিলো?
ঠান্ডা মাথায় কবর খুঁড়ে নটে গাছটিকে মুড়িয়ে দিলে!
চেয়ে দেখো এখনো আকাশে রয়েছে ফাল্গুনী চাঁদ,
রাঙা বসন্তবাহারের প্রতিক্ষায়।
---------------------------------------------
-৩১/১/২০২১-অবুঝ মন-