কবিতা রানী মুচকি হাসে
নরম বিছানাতে শুয়ে শুয়ে
হঠাৎই অচেনা পথিকের তীক্ষ্ণ চিৎকারে
আবেশের ঘরে হাতুরি পড়ে।
ভয়ার্ত কন্ঠে জোরে জোরে
বলে ওঠে কে? --কে ওখানে?
ও পাগল--যাও ঘরে ফিরে
ফ্যাল ফ্যাল  করে তাকিয়ে মুখের পানে
দেখে প্রেমের ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে।
টপ টপ করে--
মুক্ত ঝরে পড়ে অঝোরে
এমন সময় ধেয়ে আসে দমকা হাওয়া
ধোঁয়ার অন্ধকার কে সাথে নিয়ে।
কবিতা রানী চোখ মেলে দেখে
মায়ার ভেলায় চড়ে-- মিলনের তরে,
পৌঁছে গেছে মনের মানুষের ঘরে।
--------------------------------