মনের খবর কেউ রাখে না এ জগতে---
কেমন আছো-এই কথাটি বলে সর্বলোকে।
জীবনে চলার পথে---
মিশতে হয় গো সবার সাথে,
মনের কষ্ট প্রকাশ করলে---
দুর্বল ভাববে সবল লোকে।


স্বার্থ ময় এ পৃথিবীতে--
সবল মানুষ বাঁচছে সুখে,
দুর্বলতা প্রকাশ পেলে--
জীবন আরও ভরে দুঃখে।
আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব---
সবাই মানুষ এ বিশ্ব ভুবনে,
কথার কথা বলে সবাই---
হৃদয় ব্যথা থাকে মনে।


চোখের জলের মূল্য দিতে---
পারবে নাকো সকল জনে,
দুঃখ গুলি হৃদয়ে চেপে---
হাসতে থাকো আপন মনে।
এই কারণে মনের কষ্ট---
মনেই ভরে রাখো,
দুর্বলতা কারোর কাছে---
প্রকাশ কোরো নাকো।
-------------------