।।মুছে যাক অনাবৃষ্টির বিপ্লব।।
---------------------------------------------
তোমায় পাবো বলে যতবারই বাড়িয়েছি হাত
ততবারই ক্যালেন্ডার সংখ্যা বদলের ঠিকুজি খুঁজে করেছে আসর মাত
এমনি করে বছরের পর বছর পার হয়ে,অবশেষে এলো বিশ
ভেবেছিলাম এবার হয়তো শূন্যের পরশে পেতে পারি সুজলা সুফলা শীষ
সেখানেও অকাল মৃত্যুর ভয়ঙ্কর ছোবলের হাতছানি
কোভিড নামক মারণ ভাইরাসে যম আর মানুষের দড়ি টানাটানি
বিষন্ন পৃথিবী,তবুও বিজয় মিছিলে মুখোশের হলো জয়জয়কার
তুমিও সুখ স্নানে নিশ্চিন্তে সেরে নিলে আগুনের ব্যবহার।


এরপর নেমে এলো তীর্যক বালুকার ভিড়,ঠান্ডা হাওয়ার অনন্ত শীতঘুম
তাপমাত্রা রেকর্ড ছুঁই ছুঁই হিমাঙ্কের নিচে,বেজে ওঠে নিয়মের সরগম একুশের আগমনী ধুম
আবারো ভাবলাম হয়তো দীনতার ছায়া মুছে,জেগে উঠবে আশাতীত আলো
সেখানেও সংখ্যাটা এক--দুই-তিন হতে হতে,অবশেষে 'কি করো' বর্ণের দীপ্ত শিখা আকর্ষী ছুঁয়ে গেলো
হোক তা যতোই ক্ষীন,তবুও অন্তরে এক বুক আশা নিয়ে এলো
চাপ চাপ ধুলো মুছে,উর্বর চর খুঁজে নববর্ষের হাত ধরে কিছু কথা বিনিময় হলো
এটাই বা কম কী,কি বা হবে ফুসফুসে ছিট ছিট রক্তের দাগ লুকিয়ে রেখে?
যাক মুছে মোহের অভিকর্ষ টান,অনাবৃষ্টির বিপ্লব,দু-হাজার একুশের নরম রোদের স্বল্পায়ু স্বপ্ন মেখে।
---------------------------------------------
৪/১/২০২১-অবুঝ মন-