প্রগতির খাতায় দাম আছে
যতক্ষণ আছে শাঁস, ও রস--
তার পর দেয় ছুড়ে ফেলে খাদে
পড়ে থাকে, শুধুই নির্যাস।


নিরন্তর অবদমনের চলছে  খেলা
সমাজের ছকবাঁধা নিয়মকে জলাঞ্জলি দিয়ে
কাকের বাসায় ডিম দিয়ে, যায় চলে--
নিষ্ঠুর হাসি হেসে, ভবের আড়ালে ।


মুখ গুলিতে নিষ্পাপ চিহ্ন আঁকা
যায় না কো বোঝা সহজে --
সমাজ সেবার দোহাই দিয়ে,
আখের গোছাতে ব্যস্ত, মুখোস পরে।


মানুষের হাহাকার ধ্বনি রক্তিম হয়ে-ঝরে--
বোমা ,কিংবা বারুদের দ্বন্দ্বে,
পিশাচ গুলী ব্যস্ত থাকে শুধুই
ক্ষমতার পেশাদারী রঙিন মোড়কের মোড়ে।


----------------------------------------
10/1/19