তপ্ত দুপুর একলা পথে
একট একটু করে অবহেলা কুড়িয়ে
দেখা মেলে রক্তাক্ত প্রহর!
বখাটে ছেলে এড়াতে কি পারে?
ছেঁড়া ছেঁড়া কয়েকটি কথা হলো বিনিময়
ছায়াও বয়ে চলে শিরায় শিরায়
তবুও জানা গেলো পথের দিশা।


দিনান্তে আবারও সেই পথে
যুধিষ্টির অভিশপ্ত ব্যাঞ্জন
শুকনো রুটির খোঁজ,বৃষ্টির দেখা মেলা ভার
জুড়ে গেলো একপৃথিবী দীর্ঘশ্বাস!
না কোন বালুর বসত গড়তে হলো
না কোন ডাকের প্রতিক্ষা
ময়না নিয়েছে যে অনন্ত মুক্তির পথ।
--------------------------------------- -৩/৪/২০২২-অবুঝ মন