প্রয়োজন ছিলো হয়তো,
তার মানে এই নয় বাড়তি বোঝা আনতে হবে টেনে
যদি আরো ক্ষণকাল হতো স্থির
কি এমন ক্ষতি হতো জীবনে?
আসলে আকাঙ্খার নামে--
মোহময় উৎসব চলছে স্বপ্ন পূরণের!
ফলে যা হবার তাই
সংযোগে ধরেছে পচন রোগ,বিয়োজনে ঘনঘটা
প্রবাহ ঢেউ ও নিম্নমুখীর সীমানা করেছে পার।
সুখের দরজায় ভূতুড়ে নাগাল!
কোথায় যে মুখ লুকায় মঙ্গল ঘট?
তবুও আগুনের আস্থিনে একটু হলেও,
স্বস্তিতে বেঁচে আছে আগামী ভবিষ্যত।
সেখানে শব্দ ব্যাঞ্জন কি করে ভাঙবে কথা রাখা বেড়াজাল?
নিঠুর বাতাসে খড়খুটো হয়ে উড়ে গেছে প্রেম
পড়ে আছে শুধু কঙ্কাল!
না,আর কোনো আতর দানে খেলাঘর বাঁধা নয়
শীতের চাদর জড়িয়ে নিয়ে কানপেতে শোনো বাতাসের স্বর।
--------------------------------------------
১৪/৭/২০২১-অবুঝ মন-