-------------------------------------------
কচি কচি পাতা ডালে ভরে গেছে বলে--
মিথ্যার পাহাড়ে কি কখনো ধস নামবে না?
তাহলে বারে বারে রাতের আঁধারকে কেন বেছে নেওয়া?
জমছে ধুলো,উড়বার সময় যে হবে
তখন মুখ লুকানোর জায়গা কি পাওয়া যাবে?
চাহিদার ঘরে কেবলই ভাওতার অফুরান যোগান!
আর হিসাবের বেলায়-
আগাছা ভরা অবাক মিছিলের খতিয়ান ভাবা যায় কি?
হাওয়া কি কখনো কারোর চিরস্থায়ী সম্পত্তির মতো হয়েছে আপন?
ধৃতরাষ্ট্রের সাজানো বাগানের কথা সর্বলোকে জানে বিলক্ষণ
মেঘহীন আকাশও জানে সময়ের পরিবর্তন হলো বলে
মনে পড়ে,আলপথে গর্তের মুখে হ্যান্স শুয়ে থেকে কিভাবে বাঁচিয়ে ছিলো বহু জীবন?
এটাই উচ্চতার হাতছানি,মানবিক স্বচ্ছতার জ্বলন্ত উদাহরণ
কি জানি,কেন এই বস্তা পুরনো ঘটনার কথা মনে পড়ে গেল?
সত্যি কি বদল চোখে পড়ছে কিছু?
হয়তো মানুষের আজ এটাই ভীষণ প্রয়োজন।
-----------------------------------------
১৬/৪/২০২০-অবুঝ মন-