হেমন্তের প্রায় অবসানে--
স্নিগ্ধ শীতের ছোঁয়ায় তুমি জেগে ওঠো
মনে প্রানে- নানা উদ্যানে --
নিজ পসরার ডালি নিয়ে।


সুরভিত শোভায় রাঙায়ীতো করো নিজেকে--
আপন মনে- আপন রঙে
স্বপ্নের মেতো মেলে ডানা--
তোমার পাপড়ির ছোঁয়ায়।


বিকশিত করো নিজেকে--
ধীরে ধীরে-অপরূপা রূপে
অরুনের রাঙায়ীতো আলোয়--
সূর্যমুখী রূপে।
----------------------------------
27/3/19