অনেক ছোড়া-ছুড়ি হলো, কদাকার
বেরিয়ে পড়ছে, নানান পাতার বাহার
কে ভেঙেছে,কারা ভেঙেছে বোঝা বড় দায়!
বর্ণ-পরিচয়ের জনক আজ খুবই অসহায়।


পড়তো যদি বাজ আকাশ থেকে--
যন্ত্র তা বুঝিয়ে দিতো অবলীলাতে
এ কর্ম তো আর প্রকৃতির নয়--
তাই দায়ভার মিশে গেছে রাজনীতিতে।


হায়রে বিধাতা এ কোন সময় এলো--
শিষ্টাচার নেমে এসে ভূতলে পড়িল
যারাই সংস্কৃতির জনক,তারা আজ কোথায়?
বর্বর শ্রেণী আজ দেশের মাথায়।


প্রয়োজন শুধু তাদের গদি আর চেয়ার
কোন ধার ধারে না ,তারা সামাজিকতার
তাই এরা অনায়াসে ভেঙে ফেলে মূর্তিগুলি--
বলে চলে সহজেই মিথ্যা বুলি।


হোক সে পাথর তবুও, যে জেগে আছে---
মানবতার প্রতীক হয়ে,যুগ যুগ ধরে--
গড়তে যায় যে ওরা কালো-ইতিহাস
ওনাদের টুকরো করে, কালের পরে।


সভ্যতার গভীরে ঢুকে আছে রক্তের দাগ
জ্ঞানী-গুণী হয়েছে তাই নীরব আকাশ--
নিস্তার নেই কি আর এদের থেকে?
ওই দেখো চেয়ে নবজাগরণের ডাক আসছে-প্রভাত আলোকে।
---------------------------------------
১৬/৫/১৯