আদিম খেলায় মত্ত হয়ে-জাগিয়ে দিলো পাড়া
আসল খেলা দূরে ঠেলে-বিশ্বমাঝে ছড়ালো নতুন সাড়া
বাদ বিচারের ভাবনা ভুলে-দরজা জানলা রাখলো খুলে
মিষ্টি মিঠাই আওয়াজ গুলো-হাওয়ার স্রোতে ভেসে গেল
লেগ স্পিনারের কীর্তি ছুঁলো-তাতেই বা কি এসে গেল
ভাবনা নেই যে তার-সমাদরের দোলায় চড়ে সমাদৃত কাজ
ও যে খ্যাতির চূড়ায় বসে আছে-নেইকো কোন লাজ।
--------------------------------------------
৩/৯/১৯