হিম পরছিল নীভৃত গোপনে --
ভালোবাসার রামধনু-আঁকা দেওয়ালে
অপ্রত্যাশিত জোৎস্না এসে ভিজিয়ে দিল মন--
অবেলায়, আলপনা ঢেউ তুলে
প্রভাতী ও দুপুরের সন্ধিক্ষণে---
তীব্র অভিকর্ষ হাসপাতালে--
দেখা দিল সুজলা -সুফলা নদীর চর।
মরুভূমি ফুঁড়ে উঠে এলো জল--
সাগর বিস্তারে ও, পিপাসার আলো ঝলমল
ব্লাড ব্যাংকে রক্তের ম্রিয়মাণ শূন্যতা হলো দূর--
বুঝলাম হারিয়ে যায়নি দেহজ কুসুমঘ্রান,
নয় আর দেরি নয়- স্নায়ু-যুদ্ধে লুকানো প্রভাতের সুর--
প্রেমের ক্লোরোফিল প্লেটে ও, অপেক্ষা নেই আর-
মহার্ঘ মোড়কে উপহার হলো, নতুন সূর্যোদয়।
--------------------------------------------
১৯/৬/১৯-(৩০০)-তম কবিতা-Bangla kobita .com