গুরুকুল যখন ক্ষুদ্র স্বার্থে--
রাজনীতির আঙিনায় নেতা বনে যায়
জাত-কুল-মান সবই ভুলে যায়?


জ্ঞানের ভান্ডারে বর্ণিত-এ কথা যে খাঁটি সত্য
প্রবাদ প্রবচন নয়---
কাব্যের সুর মালায় আছে যে গ্রথিত।


ঠিক ভাবে বলা সম্ভব নয় ---
এনারা সেই প্রকারের কি না
জ্ঞাতির বিপদ দেখে আনন্দিত-মানতে যে নেই মানা।


কেউ ভাবে দয়ার দানে চলা-সরকারি কর্মচারী--
আসলে যে অকেজো মেশিন,
কেউবা করে সংবর্ধনা উৎসব,বিদ্যা-বুদ্ধি বেঁচে হয়ে পরাধীন।


অনেকে আবার কৌতুহলী চোখে-দেখছে বসে
তারিয়ে তারিয়ে মৃত্যুর স্বাদ--
স্বজাতির মরনেও, তাদের নেই কোন লাজ।


জানিনা এ কোন আয়নাতে ওরা দেখছে নিজেদের মুখ
ঘুণের বাসা ভরে গেছে স্বার্থের চাদরে
গুরুকুলের যা আজ বড়ই নির্লজ্জ অসুখ।
----------------------------------------
২৩/৭/১৯