লক ডাউন,লকডাউন,লকডাউন,তাতে কি?
উপচে পড়া ভিড়
চারিদিকে ফ্লাশিং লাইটের ঝলকানি
শিরদাঁড়া বিহীন হরতালে-
গরলের পাদতটে সৌরভে কানাকানি
ক্যামেরা রয়েছে ঘিরে,তাবেদারির পূর্ণ জোয়ারে।


এদিকে শিওরে সমন-
দিন আনা দিন খাওয়া জনগণের
সে দিকে তাকাবার ফুসরত নেই
তাদেরই খাদ্যে ভাগ বসাতে শকুনের হুড়োহুড়ি
দুর্ভেদ্য সাজানো বুলেটের জালে পুকুরচুরি
ক্যামেরা রয়েছে ঘিরে,তাবেদারীর পূর্ণ জোয়ারে।


ভাঁড়ার খালির মরাকান্নার জয়গান
ভিতরে হিংস্র আস্ফালন,প্রতিবাদের বলিদান
কন্ঠ উঁচানো রয়েছে বারণ
আপোষের স্বাধীনতা,নিজ নিজ সত্ত্বার বিসর্জন
ক্যামেরা রয়েছে ঘিরে,তাবেদারীর পূর্ণ জোয়ারে।


দান-খয়রাতি ঘিরে মুখোশের বেড়াজাল
সর্ষের খেতে ভূতের বসবাস,যাদু বলে মালামাল
দমবন্ধ পরিবেশ,বইছে লাগামহীন মৃত্যু বাতাস
রাতের আঁধারে লুটিয়ে পড়ছে শ্বাস,কবরের গহবরে মৃত লাশ
তবুও ক্যামেরা রয়েছে ঘিরে,তাবেদারীর পূর্ণ জোয়ারে।


রুপোলি পর্দায় ভেসে ওঠে সেরার সেরা ক্যানভাস
মানবিক মুখ গুলোর আগলখোলা নির্লজ্জ বদভ্যাস
অতৃপ্ত ক্ষুধার জ্বালায় সাধারণ শ্রেণী পাড়ে শুধুই দীর্ঘশ্বাস
উপচে পড়া ভিড়-
ক্যামেরা আজও রয়েছে ঘিরে,তাবেদারীর পূর্ণ জোয়ারে।
--------------------------------------------
২৬/৪/২০২০-অবুঝ মন-