অনেক কালের চেনা পথ-ঘাট, মাটি
ক্ষনিকের ভূমিকম্পের জেরে
সরে গেছে অচেনা জগতে
যদিও সেথায় আজ ও
অনাবিল প্রবহমান ধারার মতো
শাখা -প্রশাখা শিকড় গেড়ে রয়েছে সমূলে।


চেতনার বীজ ওদের কাছে
বিষধরের ছোবলের মতো
চেপে বসেছে মনে
প্রতিহিংসার জ্বলনে
জ্বালামুখী জ্বঠর জ্বালার
কথা বেমালুম হারিয়েছে স্মরণে।


এমন কালের ধারা দেখে
সৃষ্টির সূচনা মুখ লুকিয়ে
অন্তর্দহনে ডুকরে ডুকরে কেঁদে মরে
লোক চক্ষুর অন্তরালে
হাসিমুখর মুখ -অনুভবে বোবা হয়ে
নীরব পাথরের মত নড়েচড়ে।
------------------------------------------