।।নিস্তব্ধ ঝড়।।
।।নরেশ বৈদ্য।।
---------------------------------------
কুয়াশার মেঘে ভরে গেল আকাশ
কেউ বুঝলোনা।
নীরবতার নিঃশব্দে কবিতা হতে দোষ নেই
পুড়তে থাকে সামান্য বাসনা
নদী কি প্রবাহ বন্ধ করে?
বুকের ভিতর ঝড়ো হাওয়া
তবুও,জানার পাতার জানালা বেয়ে
উদাসীন রক্ত ঝরে।
---------------------------------------
১৩/১২/১৯-অবুঝ মন-