মৃত্যু-- শব্দ টা নিছকই একটা শব্দ
হয়ে দাঁড়িয়েছে বেশকিছু জননেতাদের কাছে।
মৃত্যু-- ঘটানোটা যেকোনো মানুষেরই
রয়েছে যে এদেরই হাতে।।


মৃত্যুর-- মুখে এরা কখনো দাঁড়ায় না
এই ঘুন ধরা সমাজে।
মৃত্যুর জন্য এরা যে লাগায়
অনেক ঠ্যাঙাড়ে বাহিনীকে কাজে।।


মৃত্যু-- ঘটলে পরে এরা ঘটনাস্থলে
যায় ছুটে নিজেদের লোক বলে।
মৃত্যু-- নিয়ে কত রকমের ন্যাকামো নাটক
এরা যে দেখায় চিৎকার করে করে।।


মৃত্যু --নিয়ে অবশেষে
এরা যে করে বেচাকেনা ।
মৃত্যুর-- পরে মানুষের চোখের জলের
এরা যে মূল্য বোঝেনা।।


মৃত্যুর-- পরে মিথ্যা রিপোর্ট
দিতে বলে এরা রক্ষক রুপি ভক্ষকদের ।
মৃত্যু-- নিয়ে এরপর এরা মুছে ফেলে
যত দায়ভার সমাজের।।


মৃত্যু-- নিয়ে আসলে যে এরা
টিকে থাকে গদিতে ।
মৃত্যুর-- মিছিলে বিবেকের ঠাঁই হয়
এদেরই নকল তৈরি বেদীতে।।


মৃত্যু --নিয়ে আসলে এরা যে খেলে
রাজনীতির নোংরা খেলা ।
মৃত্যুর-- রঙে বিজয়ী পতাকা উড়িয়ে
এরা যে খেলে শুধু রক্তের হোলি খেলা।।
------------------------------------------------------