কোদাল কাঁধে যাচ্ছে কারা?
কার চোখে বা পড়ে ধরা?
"জন্মান্ধ অন্ধকারে, খসে পড়ে,
দূরপাল্লার খিদে----"
ওরা হলো তারা।


আমি হলাম হাঁদা ভোঁদা
ফ্যালফেলিয়ে দেখছি কেবল সামনে একটি বাদা
বর্ণমালার মুগ্ধ আলোয় ভিতরটুকু জুড়িয়ে গেলো
ভাসিয়ে দিলাম ডুব সাগরে মন পোষাকি গাধা
দেখি এবার মেলে কি না অল্প কিছু চাঁদা?
হয়তো আবার ভাববেও কেউ--
পুরষ্কারের লোভে পড়ে এ কেমন কাঁদা?
টিলা পাহাড় পিচ পাথরে দেখি সামনে বাদা
ও দাদা আর কি আছে বাধা?
-------------------------------------------- -১৪/৫/২০২২-অবুঝ মন-