হেমন্তেও পড়ছে ঝরে অঝর ধারা
বায়ুর সাথে মেঘের খেলার পড়ছে সাড়া
রকমারি রং বাহারি নামটি যে তার
আসছে ধেয়ে ধরার উপর মারবে আছাড়
বুলবুল রূপে কি যে করে,কেউ জানেনা
সতকর্তার হুঁশিয়ারির শেষ সীমানা
দুরু দুরু বক্ষে মাঝে রইলো জারি
প্রার্থনাতে আসছে ভেসে রক্ষা কারি
রূদ্র রূপে যাকে আমরা পূজো করি
বাঁচাও প্রভু বিপদ থেকে,তুমি সবার উদ্ধার কারি।
-------------------------------------
৯/১১/১৯-অবুঝ মন-