***।। ঐকান্তিক প্রচেষ্টা।।***
---------------------------------------------
কাছে আসার ধরন দেখে বুঝেছিলাম ফাগুন হাওয়া
উন্মুক্ত মনে,প্রেমের পূজারী রূপে হাওয়াকে মাপতে চাওয়া।
দোষ হয়ে দেখা দিলো আগুনের সূত্রপাত!
অথচ উড়ানো খইয়ের খোঁজ কে নেয়?
ধেয়ে এলো কৃপন কৃপার বেসুরো চাঙড়
ভাসিয়ে নিয়ে গেলো ফিরে পাওয়া উজান সন্ধিক্ষণ!
তবু রোজ সুখ স্মৃতিভারে কাছাকাছি থাকা
কথা দেওয়া খেলাঘরে,প্রেমের কবিতায়।
---------------------------------------------
    -১৮/১/২০২১-অবুঝ মন -