ওলট পুরাণ
-------------------------------------------
আজ যেখানে জোলো রঙের জল ছবি রঙ কাঁকর আসর
সেদিন ছিলো অনুরোধের মোহন বাঁশি সুখের বাসর
জানতে চাওয়া মনের ভাঁজে জড়িয়ে ছিলো শাড়ির আঁচল
ছিলো না আর অন্য কোনো নাকল বলের মারন ছোবল
ঝিরিঝিরি শ্রাবন ধারা বৃষ্টি মুখর পড়তো ঝরে
সবুজ পাতা মিষ্টি সুরে দোলায় দুলে উঠতো নড়ে
হয়তো ছিলো কাজল দিঘির লুটতরাজের মেঘের আঁচড়
সময় সময় গান শোনাতে খেলাঘরে বাজতো ঝাঁঝর
আজ সেখানে রঙের মেলা কোঁকর কোঁকর শুধুই হাওয়া
বলছে হেঁকে যে কেউ আসুক--বাঁধন টুটের এটাই চাওয়া!
---------------------------------------------
               -১৪/৯/২০২১-অবুঝ মন-