রাতের গভীর আঁধারে--
চুপচাপ বিছানাতে,
উঁকি দেয় মনের কোণে--
একটি প্রশ্ন ।


প্রশ্নটা হল কেন এত নীরবতা?
অজান্তে কি কোন অপরাধ!
না ,তা তো ঠিক মনে পড়ছে না-
তাহলে কি অনন্ত সুখের খোঁজে খুন- নিরাপরাধ কে?


একটাই প্রশ্ন কখনও কখনও অনন্ত হয়ে যায়--
অনন্ত আনন্দের, অনন্ত বিষাদের,
একটা মেল জানিয়ে দিতে পারে প্রশ্নের দিশা--
একটা মেসেজ জানাতে পারে ত্যাগ কর  আমার মায়ার।
একটা ফোন কলই জানাতে পারে আমি ভালবাসি কি বাসি না--
একটা সিদ্ধান্তে বদলে যায় মনের ঠিকানা।


সেই একটা প্রশ্নের খোঁজে পথ চলা--
আপন মনেতে এত কথা বলা-কথা শোনা,
জানি না এর উত্তর পাব কিনা?
আনমনে ডুবে খুঁজি সেই মনের ঠিকানা।
--------------------------------------------