ক্যামেরার জ্বলজ্বলে ফ্ল্যাশ ব্যাক
ঝলমলে কার্নিশে সাজানো পাঁচশত শয্যা
ব্যথা পিড়ায় হাপিত্যেশের ঢল,অবহেলা প্রান্তর
একটু সাঁতরাতে জানা গেল আশিতম সংখ্যার স্পষ্ট পরিসংখ্যান
কাঁচের দেওয়ালে কুয়াশার চাদরে মোড়া সাজানো বাগান
ততক্ষণ যা হওয়ার তা----
বাঁধ ভেঙে বিষাদের অনাহুত কালো ছায়া আগমন
পঞ্চভূতের বিষাক্ত ছোবলে প্রস্ফুটিত তাজা শাখার বিসর্জন
কি বলবেন-সংখ্যাতত্ত্বের ওলোট পুরান-না কি নগ্ন সভ্যতার বিবর্তন?
ফল হারানো গাছেরা নিঃস্ব-নিঃসহায়,বাকরুদ্ধ
প্রতি পদে পদে উঠছে ফুলে বেদনার দংশন
একটি প্রশ্ন আপনাদের কাছে-বলুন তো এ বেদনার দায়ভার কার?
---------------------------------------------
১৪/৭/২০২০-অবুঝ মন-