সময় স্রোতে বদলেছে কাল
বদলেছে ধারা বদলেছে চল
মানুষ কি আছে সেই পরিমল?
জীবন স্রোত বয়ে চলে
আজও অবিকল--
উছল স্রোতে ভেসে কি ওঠে
উজ্জ্বল ধারা হাসি ঝলমল?
দিকে দিকে হানাহানি
আর চলে বেহিসেবী হিসাব
কানাঘুসো,কানাকানি
আমরা কি তা সহজে মানি?
কোথায় যেন হারিয়ে গেছে
স্মতি মুখর সেইসব মখমলি ছবি
হারিয়ে যাচ্ছে দিনে দিনে
রবি ঠাকুর, নজরুল আদর্শ সব কবি।
এই কি সংস্কৃতি,বাঙালি জাতির?
নৈতিকতার পতন দেখি
মানামানি গেছে দূরে সরে
মুখ ঢেকে যায়
বিজ্ঞাপনের রঙিন মোড়কে।
ভাবুন একবার, এখনও সময় আছে
মিলেমিশে হাতে রাখি হাত
এ জগতে আমরাই মানুষ
চেতনার বার্তা উঠুক জেগে,নব বিশ্বাসে।
---------------------------------------------
২৩/১১/১৯-অবুঝ মন-