।।পবিত্র সুরের মঙ্গলালোকে।।
          ।।নরেশ বৈদ্য।।
-----------------------------------------
সুমধুর স্রোতস্বিনীর ঢেউ খেলে --
হৃদয়ের গভীরে,এমন একটি দিনের জন্য
অপেক্ষার আতর মেখে মুখিয়ে থাকে ভাই-বোনেরা
আরাধ্য শক্তির আরাধনা শেষ হলেই
প্রস্তুতি শুরু গ্ৰাম ছাড়িয়ে,নগরের প্রতিটি কোনায়
মঙ্গল শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়োরে পড়লো কাঁটা--
নিস্বার্থ মঙ্গলময় চর্চিত চন্দন সুর
সাথে সাথে বুক জুড়ে ফুটে ওঠে
অতীতের স্মৃতি বিজড়িত জলছবি
টুকরো টুকরো সাজানো ক্যানভাস
এটাই চেতনা,এটাই জীবন
সোনালী আতর মাখা শাশ্বত মুক্ত,পবিত্র বন্ধন।
-----------------------------------------
২৯/১০/১৯--অবুঝ মন--