আগ বাড়িয়ে পাড়লে কথা
মেঘলা আকাশ হয় কি আলো?
যা গেছে তা যাক না বলে
সামলে চলা অনেক ভালো।
যে শাখাটি শুকিয়ে গেছে
জল ঢাললে বাঁচবে কি আর?
ফুলের ছোঁয়া লাগবে ভেবে
আনছো টেনে মারন জ্বর!
কি যে পাও এসব করে--
সময় কালের এই ধারায়?
সঠিক পথে বাঁচতে হলে
পাগলা তুই ফিরে আয়।
--------------------------------------
          হুঁশিয়ার
দায়ভার কাঁধে আছে বলে কি
যত গোঙানির স্বর শুনতে হবে মুখবুজে?
সে জাতের হলে না হয়--
ধাতে কুলিয়ে দাঁত কেলিয়ে দিতুম জোরে জোরে
কিন্তু সেখানে বিন্দুমাত্র ঘাটতি কোথায়?
কথায় আছে না এ জাত সে ধাঁচের না
সংগ্ৰাম আর টানাপোড়েন এই নিয়ে চলাচল
ভুল করে ভেবোছো কী কাদামাটি
তৎক্ষণাৎ ওখানেই দিতে হতে পারে খেসারত
সুতরাং ঢিল ছোড়ার আগে জায়গাটা বুঝে নিন
না হলে পাটকেল খাওয়ার জন্য আগামীতে তৈরী থাকুন।
------------------------------------------
১৩/১/২০২২-অবুঝ মন-