যতোই ফাগুন আগুন জ্বালুক মনের দ্বারে
মেঘের আঁচল জড়িয়ে গেছে ঐ শহরে
প্রদীপ শিখা জ্বলবে কি আর অবিরত?
বন্ধ দুয়ার খুললো না আর আগের মতো
স্তব্ধ বাতাস বুঝে নিলো এ কোন আশা
দিন ফুরালে হারিয়ে কি যায় ভালোবাসা?
ফ্যালফ্যালিয়ে তাকিয়ে আর কি লাভ মেলে?
বুকের মাঝে মাথা রাখা কথার ছলে!
খেলা ঘরের এ কোন খেলা সহজ সুখে?
গোলাপ ফুলে কাঁটার আঁচড় কথা রেখে!
এই তো সেদিন ঝরঝরিয়ে এলো শ্রাবন
হঠাৎ করেই থেমে যাওয়া অবাক কারণ!
পাখি হওয়ার শখ যে এমন কোথায় পেলে?
তাকিয়ে দেখো চাঁদের দেশে বরফ গলে।
---------------------------------------------
২৮/৩/২০২১-অবুঝ মন-