বঞ্চনা আর অপমান
ছুঁয়ে ফেলেছে আশমান
আমরা হলাম শিক্ষক
আঁধার দিশায় ধাবমান।


ভাবছি বসে মারছে মারুক
দিব্যি আছে ভাঁড়ার ঘর
লাভের গুড় খাবো মোরা
খাক না মার শুধুই ওরা।


করছি কতোই ঢপের গান
ভুলে গেছি অপমান
চাইছি মোরা মনে মনে
খাকনা ওরা জল কামান


এই তো বেশ দিব্য আছি
কিসের এতো লাগছে জ্বালা
দেখতে বেশ লাগছে মজা
বলছি মনে অসম শালা।


একটু আধটু কপাল ফাটুক
পড়ুক ঝরে রক্ত লাল
আমরা যে বরাবরই
বিভিষনের পঙ্গ পাল।


এমনি করে চলবো মোরা
পিট বাঁচিয়ে,গাইবো গান
চাটবো চটি শাশক শ্রেণীর
বাড়বে কি মোদের মান?
---------------------------------------------
৭/১১/১৯---অবুঝ মন---