মৌ মাছিকে নিশ্চই দেখেছো ফুলের মধু খেতে
কখনো ফুলকে দেখেছ কি মৌমাছিকে তাড়িয়ে দিতে?
জানি এর উত্তর নীরবতার দেওয়ালে খাবি খাবে
তেমনি সামর্থের উপর বিশ্বাস রাখো নিজ গুনে।


আবেদন ছিল, গ্রহণ ও হলো বাদ বিচার করে,
অথচ প্রত্যক্ষভাবে মিলন মেলায় মিলল--
রসের বদলে কেবলই আখের ছিবড়ার পরশ
গবাদি পশুরা ও যাতে মন কষ্টে ভোগে।


লোকদেখানো আতিথেয়তার কেন আয়োজন?
মহুয়া ফুলের নেশার আজ বিচার প্রয়োজন--
পারো যদি না কিছু দিতে জীবনে মন ভরে,
ঘন্টা ধ্বনি বাজিওনা আর লোকালয়ে স্বজোরে।
----------------------------------------