এ কোন সর্বনাশা ফাগুন দোলা
নামলো এসে এই ভুবনে
টাপুর টুপুর বৃষ্টি ধারা পড়ছে ঝরে
অঝোর ধারায় মেঘলা দিনে।
শিমুল- পলাশ বন গুলো সব ঘুমিয়ে পড়ে
মেঘে মেঘে বজ্র -নিনাদ আওয়াজ করে
বসন্তের ক্ষেত গুলি সব হাটু জলে
সবজি গুলির বাজার দরে আগুন জ্বলে।
মরছে চাষী ,মরছে মানুষ বোধন কালে
ভালোবাসার ফাগুন দোলা যাচ্ছে চলে
দিনের আলো, ঘুমিয়ে আছে গোমরা মুখে
ভুবন মাঝে জীবকুলেরা, বেঁচে আছে খুবই দুঃখে।
বসন্তের পরশ দোলায় দুকুল ভাসে
এমন ধারা ধরার মাঝে আর না আসে।
---------------------------------------
১৭/৩/১৯