কথাতে আছে মায়াময় জাদু--
আলেয়ার হাতছানি,
যেন কেবলই বিজ্ঞানী প্যাভলভের পরীক্ষার মতো--
খাদ্যের জন্য বাজছে ঘন্টার ধ্বনি।


আয়োজন সবই আছে--
মনোবাসনার লালা ও ঝরে অঝোরে,
কিন্তু হৃদয়- মননেতে লুকানো যে রয়েছে সবই--
কথারই ছলনার আড়ালে।


এভাবেই পিছে পিছে ছুটে চলা এই ভবে--
বিরামহীন অবিরাম মানবজীবনে,
কেবলই শূন্যতা ভরা পাষাণ হৃদয়ে--
ভালোবাসা শুকনো পাতার মতো ঝরে পড়ে কঠিন বন্ধনে।
--------------------------------------
০৬/১০/১৮