তোমার জানতে চাওয়ার ভাষায়--
অপেক্ষার বার্তা ছিল সুস্পষ্টরূপে,
প্রথমে  সহজে অনুমেয় হয়নি--
দেখলাম যখন জন কোলাহলে তুমি দাঁড়িয়ে
মুখের পানে তাকিয়ে, বিষ্ময়ে অবাক হয়ে ছিলাম।
অনুধাবন হয়েছিল পরে,বৃথা যায়নি  --
আজও আছে সবকিছু বেঁচে,
সুপ্ত রূপে, হৃদয়ের অন্তরে।
তারপর শুরু হয়েছিল পথ চলা পাশাপাশি
খেয়াতরী হয়ে,লোকালয়ের মধ্য দিয়ে --
কিছু কথা বলাবলি করে,
ভালোবাসার আবেশের ছোঁয়ায়
বর্তমানের গল্প, হাল হকিকত জীবনের--
তবুও হৃদয়ের গভীরে--
অজানা অনাবিল আনন্দের ধারা বয়ে ছিল।
জানিনা তোমার মনে ---
এমন তোলপাড় ঝড়  উঠেছিল কিনা?
ক্ষণিক পরে এসেছিল বিদায় কাল--
মৃদু গলায় বলেছিলাম বাই বাই
আর হাত নেড়ে, নির্বাক হয়ে ছিলাম।
তোমাকে আর দেখা হয়নি,
চলে গেলে ধীরে ধীরে পরম আলয়ে।
মাটির কাছের শিক্ষা নিয়ে--
চললাম এগিয়ে জীবনের মন রথে চড়ে।
---------------------------------------