পাথর ভেঙে জলের ধারা
প্রবাহিত পর্বতের কিনারে কিনারে
ফেনিল মুক্ত রাশি রাশি
সেথায় ঝরে ঝরে পড়ে
অঝোর ধারায় নির্ঝরে।


পাথর ভাঙার গান
কেউ কি শুনতে পায় সেখানে ?
শুভ্র বরফের সাগরের মাঝখানে --
বোঝে কেবলই নীরব পাহাড় ,পর্বত
ক্ষয় হওয়া নিজস্বতার ইতিহাস মনে মনে।


নদী ও কি জানে তার সৃষ্টির উপাখ্যান?
সমুদ্র  ও বোঝেনা--
আ সমুদ্র ঢেউয়ের কিনারার উৎস স্থল
মানুষ ,সেতো বিজ্ঞানকে জয় করার চেষ্টায় রত
জানে কেবলই নীরব প্রকৃতি ঘটনার ইতিবৃত্ত।


তাই উন্মুক্ত কন্ঠে গাইতে ইচ্ছে করে ,
বেদনার সুর ধরে-পাথর ভাঙার গান
কুলু কুলু রবে ,যেমন বয়ে চলে
জলের ধারা -এই বিশ্ব ভুবন পারে
ভাঙরে পাথর ভাঙ , ভাঙরে পাথর ভাঙ।
------------------------------------------------------