আমার রসনা লয়ের খোঁজ নিতে সাগরের ঢেউ দুলে উঠেছিলো আজ
স্নিগ্ধ শিশির ভেজা আলোর স্রোতে--
খুঁজে পেলাম আপন ছন্দ সুখের স্বর্গ দ্বার,মনের প্রাসাদ
রংতুলি নিয়ে রূপকথা এঁকে আলোকিত বর্ণে রাঙালাম সাজ
এখানেই শেষ নয়,সমুদ্রের গোঙ্গানি হঠাৎ উঠলো ফুলে
কোটাল প্রহরের সে কী ভীষণ তোলপাড় ঝড়!


শ্মশানের নীরবতার সব আয়োজন সম্পূর্ণ হলো এবার
লঘু পাপ মেনে নিতে সে কি চায়?
ভেসে ওঠে সত্ত্বার জৈবিক প্রকাশ পদ্ম পাতার জল!
নূপুরের ছন্দের তাল গেলো কেটে,কান পেতে শুনি মর্মর স্বর
দ্বিধা-দ্বন্দের অবসানে হাতে তুলে দিতে হয় দুঃখ পাত্র-----
এক বুক আপোষের ঢেউ,পাথরের কোলাজ।
------------------------------------------
২৩/১১/২০২০-অবুঝ মন-