বোধনে যে বিসর্জনের সুর নিহীত থাকে--
সেটা তোমার সঙ্গে সখ্যতা গড়ে না উঠলে,
বোধহয় কখনো জানাই হতো না
তুমি কতো সহজে পাতার আড়ালে
আলতো ছোঁয়ায় ভাসিয়ে দিলে বিয়োগের ফলাফল
ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতিও,কাঁচের পৃথিবীর হয়ে--
ভাঙ্গা পাঁজরে জুড়ে দিলো অনাবৃষ্টির বিপ্লব
খুঁজে নিলো হিমশীতল ঠান্ডা রক্তের চলাচল!


পিছিয়ে যাওয়ার রাস্তাটা যে এতোটা মসৃণ হতে পারে
ভাবলেই চমকিত হই,
তোমার সেই খেলা ভাঙার খেলার রেওয়াজ চকিত সুর
বন্ধন মুক্তির দাবিতে রংপুর-রংমিলান্তি বিভাগকে আনলো টেনে!
বুকে জড়িয়ে নিলে পাতা ঝরা প্রকাশনার,খেলাপ পাশাখেলা কারখানা
তবুও তুমি প্রেয়সী মহুয়ার মতো--
চাপ চাপ সাগরের ঢেউ হয়ে রয়ে গেলে গভীরে
পেরোছো কি আজও আমার থেকে অলীক সুখের বাসরকে কেড়ে নিতে?
---------------------------------------------
২২/১০/২০২০-অবুঝ মন-