।।প্রনয়ের বুনো ছোপ।।
---------------------------------------------
ওই তো নগ্ন সীমানা বমির সংযম
আগুন গোলার এ কি রূপ?
গোলাপের পাপড়িগুলো এতো শান্ত!


কুয়াশা ঘিরে ফেলেছে বাগানের চারিদিক
বেসুরো বিভাজন হাওয়ার গোপন আঁতাত
রাত্রির অভিবাদন ও ছুঁয়েছে কর্কট রোগ!


দেয়াল ভাঙার গল্পের তোড়জোড়
হাত ধরা সুরেলা বুনন
হড়পা বানের তান্ডব--সবটাই প্রনয়ের বুনো ছোপ!
---------------------------------------------
২৭/৮/২০২-
---------------------------------------------
।।অবাক সময়।।
উছলিত জল তরঙ্গে প্রবাহিত সমুদ্র আজ রাত জাগে
কুসুম লালন-পালনে এতটাই মশগুল যে-
বৃষ্টির সখ্যতা ও অসহ্য মনে হয়।
অস্তিত্বের সংগ্রামে দেবো-কি দেবো না?
এই দোটানায় আধফালি চাঁদের শহরেও জাগে ভয়‌।
নিয়মের নিয়মিত ধারাপাত যা ছিলো একদা আলপনা
আজ তা যেন,আস্ত একটা গনিতের বই--
কিছুতেই মিলতে চায় না
উপহার রক্তিম ছন্দ লিপি,ভাবনা ভরা ভুখা পেট স্বান্তনা!
---------------------------------------------
২৭/৮/২০২০-অবুঝ মন-