**।।প্রান্তবদল ! **
--------------------------------------------
দেখা যে হওয়ার ছিলো পথের বাঁকে
সেই নিয়ে কিছু কথা কল্পনা আঁকে
প্রজাপতি হতে চাওয়া গোলাপের মন
ভাবনাতে মিশেছিলো নানা আয়োজন
ফিরে দেখা ফিরে আসা রঙিন ফাগুন
পেলব রোদের ছটা এ মধু লগন
ডানা মেলে উড়ে চলা শব্দের ঢেউ
বিলাসী ব্যঞ্জন ভরা জানতো না কেউ।


উড়িয়ে আঁচল খানি ক্ষণিকের জানাজানি
না ছিলো কানাকানি মন নিয়ে টানাটানি
সহসা বিছায়ে দিলো মেঘের আঁচল
নিঃশব্দ ঝড় শব্দের ভাঙ্গা স্বর প্রান্তবদল!
---------------------------------------------
        -১২/৬/২০২১-অবুঝ মন-