অসতর্ক মুহূর্তের আচরনে কত কথা
অনাবিল ধারায় ক্ষয়িষ্ণু মননের মতো
ঝড় তুলে , হারিয়ে গেল
কোন সুদূর নীলিমার পারে---
আর এলো না ফিরে
মুক্ত মনের পাগল পারায়, এমন করে।


টগবগে তাবা ফুটছে তখন,
মনিকরনের উষ্ণ প্রস্রবনের মতো
যদি ও সেথায় অভাব ছিল
উপাদেয়,উপাচারের--
তবুও লাভা গলিত হলো
নতুন সূর্যের, নব আলো  মেখে।


কি অপূর্ব সৃষ্টি বিধাতার!
সবকিছু স্বপ্নের মায়াজাল হয়ে
ধরা দিলো মোবাইলের বুক আলো করে
বাস্তবের আঙিনায়,
প্রকাশ্য দিবালোকের মতো
স্পষ্ট স্ফটিকাকারে স্বচ্ছ মনের দুয়ারে।


ক্ষনিকের অবসরে, আবারো
গেল হারিয়ে, উষ্ণতার জল ছিটিয়ে
মায়াবী রাতের আঁধারে---
ভাবনাকাশে ,প্রশ্ন গেল সাঁতার কেটে
যা কিছু ঘটে , জীবন সৈকতে
সবকিছু এভাবেই থাকে কি বেঁচে?
---------------------------------------------
১২/৪/১৯