ভালোবাসা- বিশ্বাসের ভাবনা আকাশ ছোঁয়া
সেখানে ভোগ ,কিংবা বাসনা দূরে সরে থাকে না
হঠাৎ ঝাপসা হয়ে গেল, শক্ত করে ধরে রাখা হাতের দোলা
আলগা হতে হতে এ জীবনে, সবকিছু এলোমেলো হয়ে গেল।


জানি শেষ বলে যদি কিছু থাকে, তা হলো নিজের বিধান
সেখানে ছলনার ফনা তোলা, কি-বা প্রয়োজন!
না হয় বাস্তব কিছু ভাবনা জড়ো হয়েছে মনের দ্বারে
তাই হয়তো জমাট মন খারাপের কিছুটা সন্ধ্যা নামতে ও পারে।


তাই বলে দূর হতে ভাসিয়ে দিতে হবে অচেনা পাখির ডাক!
যদি দেখা হয় সামনা-সামনি, পড়বে না কিছু মনে আর--
জানিনা, কেন এই বার্তা রং-বাহারি মোড়ক ছেড়ে---
অন্ধকারের পথে সমস্ত রং ছুঁয়ে মাখলো ছাই?


হৃদয় সাগরে, যতই কষ্ট হোক তবুও----
সেইসব হাওয়া বদলানো ছবিগুলো স্মৃতির দেয়ালে রেখে যাই,
দায়ভার যখন তুমি আর, পারবে না কিছু নিতে-
না ,আর কোন অনুরোধ- কখনো করবো না তোমাকে।
-----------------------------------
২০/৫/১৯