ছেড়ে যাওয়া হাত দুখানি
দেওয়াল ভাঙার গল্প লেখে,
অবাক বার্তার আভাস পেয়ে
স্মৃতির পাতার পরশ মাখে।


জমা পাথর বরফ হয়ে
চায় যে পেতে পরশ দোলা,
যায় হারিয়ে --
ভাঙা শাঁখার দোদুল দোলায়।


রং মাখানো কথার কথা
রঙ্গমঞ্চে খেলা করে ,
পরশ পাথর যায় হারিয়ে
বিকিয়ে যাওয়া আড্ডা ঘরে।


হারিয়ে যাওয়া অনুভূতি ধুকছে বসে
মনের বীণার তারটি ছুঁয়ে ,
বাঁচার জন্য আঁকড়ে ধরে
শেকল ভাঙা খাঁচা টিকে।
------------------------------------------------------