নিরব অভিমানে--চলে গেছো দূরে
মনে কি পড়ে না কভু-একবারের তরে
এইতো সেদিন-রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলে
ভাবুক মনে--তাকিয়ে আকাশ পানে
নিরবে দাঁড়িয়ে--একা
বনটিয়া উড়ে উড়ে--বলে যায় সে কথা
চুপি চুপি--কানে কানে
কালের স্রোতে দিনগুলি- হারিয়েছে ঠিকই
স্মৃতি যে রয়েছে বেঁচে--তা প্রমাণিত
অকপটে মুখ থেকে--বেরিয়ে আসে
বেঁচে থাকো তুমি --খুবই সুখে।
-------------------------------------