নীরবে নিজেকে প্রশ্ন কোরো--
মধ্য গগনের খোলা দরজায় দাঁড়িয়ে,
সামান্য আশা রক্তের ভিতরে--
কেমন তোলপাড় ঝড় তোলে।
প্রেম কি ফিরিয়ে দিতে পারে--
ক্ষতস্থানে অনাবৃষ্টির ধারা?
মনের জানালা খুলে,যা হয়েছিল প্রকাশ,
তা কি কখনো লুকিয়ে পড়ে--
অচেনা সাঁকোর মোড়কে?
শহীদ হতে কেউ চায়না অতি সহজে।
তাই এখনো সমাজের চারিধারে --
ঝরে পড়ে অনাবৃষ্টির মাঝে বিপ্লব ধনী---
জনমানবের ভিড়ে আজও, কি--
থেকে যাইনি তীব্র যৌনতা?
------------------------------------
৩০/৫/১৯