সৌযন্যের বর্ণমালায় ফেরার জিগ্যাসা ছিল
বাকিগুলো হয়ে গেছে ইতিহাস
প্রেম-প্রিতী ভালোবাসা আজ,
হয়ে গেছে কি ক্ষনিকের আশ্বাস?


আসছি আবার তারিখের ঠিকানা খুঁজে
ধারে কাছে বলতে পারো
দেখার সুযোগ নেই একথা মেনে
বার্তা প্রেরক হলাম অতি সহজেই।


ঢেউ হয়ে ভাসতে পারো-
সীমানার লাগাম রেখে
আবদ্ধ বর্ণমালা পরিয়ে দিয়েছি যে
হাতকড়ার ন্যায়,শুধুই তোমারই গলে।


এরপর নিঃস্তব্ধতা বিরাজমান
চিরাচরিত প্রথার উচ্চারনে
ভালোবাসা কি কুলের বিপরীতে প্রবহমান
অলিক স্বপ্ন মুখর ঘোর মায়ার বন্ধন?
--------------------------------------
২১/১০/১৯-অবুঝ মন-