মেধা বলো আর যোগ্যতা দুটো কী সমান?
কতটুকু দাম আছে কী জানি?
কারা যেন বলেছিল মানব জাতি গড়ার কারিগর?
শেষমেশ হয়ে যেতে হয় কী বুকে হাঁটা প্রানী?
তবে খাও মুখ বুজে চমকানি,ধমকানি,রগড়ানি
দেবে কে---জানো কি?
বাঁশ নয় বড় জেনো,কঞ্চির বাদশা কেরানী।


তবু রেখে সম্মান গেয়ে চলা গুণগান!
বাঁচে কি গুণমান?জানে না কে----?
শিক্ষার নাজেহাল কঙ্কাল মাথাগুলো গারদের ভাত খায়!
থাক তবে চুড়ি গুলো হাতে-তে সাজানো গোছানো
এভাবেই আলো চাওয়া দিন দিন,প্রতিদিন কতটুকু সমীচীন?
---------------------------------------------
              -৪/১১/২০২২-অবুঝ মন-