সবুজ গালিচার মাঝে
বেগুনী রঙের মাধুরী
থোকা থোকা সারি, নানা রূপে
বিছায়ে চাদর মাচাতে।


এরই মাঝে গুন গুন করে
আসে অলী মধু আহরণে
অপেক্ষা রত কুসুমের মাঝখানে
নিঃশব্দে নীরবে দলে দলে।


সন্তান সম স্নেহে
ওরা পাপড়ি মেলে ধরে,
নিস্তব্ধতার বুক চিরে
প্রবহমান খুশির জোয়ারে।


এর পর একে একে ওরা
পূর্ণতা পায় প্রকৃতির বুকে--
নিজস্বতার ডানা মেলে,
পরিপূর্ণ ফল রূপে।
------------------------------------