সাদাকে সাদা বলে জানতে শিখেছি অনেক আগে
তবু যে লক্ষ্য চূত হয়নি সে কথা বলি বা কেমন করে?
আপোষের কালো পাহাড় লকলকে সুরে দিয়েছে অন্ধকারে ঠেলে।


ঘোড়া যখন বেড়া ডিঙিয়ে ঘাসের ডগায় মুখ দিতে চায় বারে বারে
বলুন তো তখন স্বার্থের অস্থির পাতা গুলি চুপচাপ থাকে কি করে?
যাদুকরী মোহের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে।


এভাবেই তির্যক তিরে কতবার ক্ষত-বিক্ষত হয়েছে শরীর
তবুও একই গাছের গুঁড়িতে বিপরীত মেলবন্ধন তীব্র গতিতে চলছে এগিয়ে
সে বোঝার মতো মন কোথায়?--ভেসে ওঠে  সাফাইয়ের মুচলেকা আশ্চর্য রঙিন বিচারালয়!
---------------------------------------------
২১/১০/২০২০-অবুঝ মন-