বাহিরের লোকের কি প্রয়োজন আছে?
যদি মনের বাঁধন অটুট থাকে--
চিরকাল এই কথাটি ধ্রুব সত্য
তাই আগে দূর করো, মনেরই দূরত্ব।


কখনো লোনাজল যদি ধেয়ে আসে
চেনা জীবনের পারে--
অধিকারের সীমানায় থেকে
পবিত্র বন্ধনে আগলে রেখো তারে।


ঘটি বাটি একসাথে থাকলে
ঠোকাঠুকি হওয়াটাই যে স্বাভাবিক
তার মানে এই নয় যে--
ভালবাসা হারিয়েছে-জ্বলছে মিটি মিটি- ধিক ধিক।


অভিমানে  যদিও বা আসে বেরিয়ে-দূর ছাই
থাকো তুমি একা একা--
ভাববে এ কথার মধ্যেও লুকানো আছে
অনেক জমানো স্মৃতি-শুধু ভালোবাসা আর ক্ষনিক সময়ের ব্যথা।।


তাই বাহিরের লোকের প্রয়োজন ছেড়ে
প্রেম বন্ধনে তাকে, বাঁধো মনেরই মতন করে
দেখবে মুছে যাবে সব রাগ-অভিমান--
জয় হবে ভালোবাসার, বাঁচবে ও মান সম্মান।
-------------------------------------------
১৩/৭/১৯