রাত ঘন হয়ে এলে--
চোখের তারায় উঠবে জেগে একটা ছবি
কিছু ভালোবাসা,ভালোলাগার গভীর তাগিদ।


হয়তো তখন বদলে যাবে নিত্য দিনের রীতি
ভাসবে না আর কল্প লোকের অলীক সুখস্মৃতি
ভোরের আলো ফোটার আগেই উঠবো সবাই জাগি।


মাথার ভিতর ঘুরবে না আর হারিয়ে যাওয়া ক্ষত
বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া সবাই সবার মতো
পাখির মতো গোলাপ জলে করবো মাতামাতি।


প্রভাত সমীরণে বিবেকানন্দের উঠোনেতে চারটে পঁয়তাল্লিশে
মিলবো সবাই একসাথে মুক্ত মনে এসে
উষ্ণ স্রোতে ভেসে আনন্দেতে মেতে আমরা যাবো তারা পিঠে।
---------------------------------------------
২৫/৩/২০২২-অবুঝ মন-