রাত জাগা পাখি জেগে আছে
অনড় প্রকৃতির বুকে
শিকারের সন্ধানে
টিকে থাকতে জগতের মাঝে।


অপরদিকে শত শত হায়নার দল
লোলুপ চোখে ভেক ধরে
ঘোরাফেরা করে রাতের আঁধারে
সর্বনাশার হাত ধরে।


হঠাৎ আওয়াজ ভেসে আসে বাঁচাও বাঁচাও-
বাতাসের স্রোতে ঘুরে ঘুরে।
এরপর সব শেষ, নিথর দেহ পড়ে থাকে-
ধান ক্ষেত কিংবা নির্জন কোন স্থানে, লোকালয় হতে দূরে বহুদূরে।


প্রকৃতির বুকে আজ ও কান পাতলেই শোনা যায়  -  
সেই চীৎকার ধ্বনি- বাঁচাও বাঁচাও,
কিন্তু বিচারের বাণী নীরবে কাঁদে --
হায়নার দল বুক ফুলিয়ে ঘোরে জনসমাজের মাঝে।
---------------------------------------------